দীপন বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

দীপন বন্দ্যোপাধ্যায়


অন্ধকারেই আছি



-দীপন বন্দ্যোপাধ্যায়


  মনের মধ্যে উথাল পাথাল
মনের মধ্যে মরণ,
মন যে তবু স্বপ্ন দেখে
প্রেমের বৃন্দাবন

প্রেম বিহনে জীবন-কানন
বিরহ-কুসুম ফোটায়,
বসন্ত-কোকিল গুমরে কাঁদে
হৃদয়- কৃষ্ণচূড়ায়

দেহের মধ্যে দেহ মেলে
মেলানা মনে মন,
দুখের মেঘেই ছেয়ে যায়
সুখের ঈশান কোণ

মানুষ-রূপী পশুগুলোর
পাশবিক অত্যাচার,
যন্ত্রণার শিখায় দগ্ধ হয়ে
ইচ্ছে মরে বাঁচার

সতীত্বটা খুইয়ে আজ
নারীত্বতেই বাঁচি,
সভ্য দেশের সভ্য আলোয়
অন্ধকারেই আছি। 

-দীপন বন্দ্যোপাধ্যায় 
 ক্যানাল সাউথ রোড, চিংড়িঘাটা, কলকাতা

No comments:

Post a Comment