সুবীর সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, March 8, 2018

সুবীর সরকার



নারীদিবসের কবিতা

সুবীর সরকার


১।
সেই শিকার ও শিকারির গল্প।অথচ হাড়হিম
কোন রোমাঞ্চ নেই।কমফোর্ট জোন থেকে
বেরিয়ে পড়া।রি-মেক বলতেই শ্লেষ মেশানো
                     ডিনারটেবিল

২।
চিরদিনের কোন গান রীতিপদ্ধতির আলোয় নাচতে
থাকা পাখিরা।গঞ্জের হাট থেকে পোষ্টম্যান
                         ফিরছেন
চোখে স্বপ্ন।সাইরেন ও নদীনালা।

 -------০০০-------

 

সুবীর সরকার


দেবীবাড়ি নুতন পাড়া কোচবিহার-৭৩৬১০১

1 comment:

  1. সুবীর সরকারের নিজস্বতা অনবদ্য ।

    ReplyDelete