স্বপ্ন
আমার স্বপ্ন তোমার জীবন পথে
এমনি করেই চলুক আশার রথে।
থাকবে আমার পাশেই চিরকাল
ফিরবে দেখো তুমি চাইছ যে সকাল।
সুখে দুঃখে একসাথে পথ চলে
যাক না ওরা পাশ কাটিয়ে চলে
থাকতে হবে দুজনে একসাথে
বিশ্বাসে আর আশার প্রেরণাতে।
থাকলে তুমি আমার পাশে পাশে
সাধ্য কি ওই বাধা কাছে ঘেসে।
====০০====
No comments:
Post a Comment