বিকাশ কুমার মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

বিকাশ কুমার মাইতি


"গড়ে দেবো নব প্রেরণায়"

আমি একবার সৃষ্টির স্রষ্টা হতে চাই;
সৃষ্টির আদিতে পৌঁছে গিয়ে 
স্বপ্নের পৃথিবীটা গড়ে দেবো
নববর্ষের নব রবির প্রভাতে
আজও শতকান্না বুকে চেপে
মা-সন্তানে স্বপ্ন দেখা
নববর্ষের নব রবির প্রত্যাশা
দূর হবে অনাহার অনটন
ভাইয়ে ভাইয়ে বিভীষিকা মুছে যাবে
নীল সূর্য করউজ্জ্বল রেখায় --
মা সন্তানে গড়ে  উঠবে যৌথপরিবার
  জাতপাত ভেদাভেদ দাও মুছে
  নববর্ষের নব প্রভাত আলোকে
ফেলে দাও দূষিত রক্তের কণা
ভুলে যাও দাঙ্গা, মহামারি, সংক্রমন ব্যাধি,
ভাইয়ে ভাইয়ে পরিবার পরিজন
একত্রে গড়ে নাও স্বপ্নের পৃথিবী;
নব জাতকে স্বপ্নে দূত বার্তা দিয়ে যাই
রাজনীতি,দুর্রনীতি অত্যাচার,বলাত্কার
তোমার আমার -সুচেতনার ফাঁকে
অন্ধকার স্রোতে বাসা বাঁধে,
সৎ সচ্ছ স্বপ্ন প্রকৃতি মা আজও দেখে
সততা মিশে কালিমা মুক্ত হবে;
জন সমুদ্র মানবিক প্রেমে আপ্লুত
ভন্ড চরিতার্থ শয়তান
    পদপৃষ্ট রাজ পথে
শেষ নিশ্বাসে মায়ের পদধূলি
আকাশে বাতাসে মেশে
স্বপ্নের কণাটুকু সযত্নে-
মায়ের আঁচলে;
নবজীবন সঞ্চার নব বর্ষের
সোনালি রবির লাবণ্য প্রভাতে
প্রত্যাশা জাগিয়ে দিয়ে যাই
ররির নবজাতক সোনার সন্তানে
গড়ে নেবে প্রীতিপূর্ণ জগত্টাকে
************************
 
 






বিকাশ কুমার মাইতি
রাধাকৃষ্ণ নগর, দূর্বাচটী,  
পাথর প্রতিমা, দক্ষিন ২৪ পরগণা

No comments:

Post a Comment