Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

গুরুস্বরূপ মুখোপাধ্যায়

                 💐 শ্রুবাবতী 💐

 
     হিন্দু তথা বিশ্বের চিরন্তন শাশ্বতগ্রন্থ বেদ। বেদ যে কেবল মন্ত্র বা দেবতা বিষয়েই বিজড়িত তা নয়। বেদে রয়েছে সাহিত্যের অনন্ত রসাধান। বিবিধ আখ্যান উপাখ্যান রয়েছে এই চতুর্বেদের মধ্যে। যা পরবর্তী কালে বহু সাহিত্যে পল্লবিত হয়েছে।তেমনই এক উপাখ্যান হল ইন্দ্র -শ্রুবাবতী উপাখ্যান।শ্রুবাবতীর অসীম প্রেমের ক্ষমতায় স্বর্গের দেবরাজ ইন্দ্রকেও হার স্বীকার করতে হয়েছিল এবং শ্রুবাবতীর ইচ্ছা পূর্ণ করতে বাধ্য হয়েছিলেন
শ্রুবাবতী মহর্ষি ভরদ্বাজের কন্যা। মর্ত্যবাসী হয়েও তিনি দেবরাজ ইন্দ্রকে মনে মনে ভলোবেসে ফেলেছেন এবং তাঁকে স্বামীরূপে লাভ করার জন্য কঠোর তপস্যা শুরু করেন। তাঁর সেই প্রবল তপস্যায় ইন্দ্র সন্তুষ্ট হলেন।দেবতারা সবসময় তাঁর ভক্তদের পরীক্ষাকরে যাচাই করে নেন। এখানেও তার অন্যথা হল না। তিনি ধরাধামে বশিষ্ট মুনির রূপ ধারন করে শ্রুবাবতীর নিকট হাজির হন অতিথি হিসাবে
শ্রুবাবতী অতিথি সৎকারে তৎপর হলেন এবং যারপরনাই অতিথিকে সেবা করলেন।রূপধারী অতিথি এতটাই তাঁর সেবায় সন্তুষ্ট হলেন তিনি শ্রুবাবতীকে বল্লেন-"আমি তোমার অতিথি সৎকারে সন্তুষ্ট হয়েছি, তোমাকে স্ত্রী রূপে পেতে চাই" শ্রুবাবতী রুষ্টা হলেন এবং বল্লেন কখনও সম্ভব নয়। আমি আপনাকে যতদিন না বিবাহ হচ্ছে ততদিন আপনার সেবায় জীবনপাত করে ফেলব, কিন্তু কোনো মতেই দেবরাজ ইন্দ্র ভিন্ন অপর কাউকে আমার স্বামীরূপে ভাবতে পারব না। আমি একশতবর্ষ তপস্যায় ব্রতী হয়েছি তাঁকে পতিরূপে গ্রহনের জন্য।মুনিবর দয়াকরে পুনর্বার এরূপ বাক্য প্রয়োগ করবেন না
বশিষ্টরূপধারী ইন্দ্র বললেন-তাই হবে।তবে আমি তোমাকে এই পাঁচটি বদর বা কুল দিচ্ছি তুমি এগুলি সুসিদ্ধ করে রাখ, আমি কিয়ৎকাল বাদেই এসে তোমার আতিথ্য গ্রহন করব। এই বলে তিনি চলে গেলেন
শ্রুবাবতী শুদ্ধাচারে অতিথির বাক্যমত সেই কুলগুলি ব্যঞ্জনের উদ্যোগ নিলেন কিন্তু আশ্চর্য সারাদিনেও সেই কুলগুলি সিদ্ধ হল না। এখানে রয়েছে ইন্দ্রের ছলনা। কারণ তিনি তার কাছ থেকে গিয়ে তীর্থে জপ শুরু করেছিলেন। একদিন -- দুদিন -- কয়েকদিন হল কিন্তু কুলগুলি সুসিদ্ধ হল না। রান্নার জন্য যত কাঠ মজুত ছিল সব নি:শেষ হতে শুরু করল। কিন্তু রান্নাতো সম্পূর্ণ করতে হবে তাই শ্রুবাবতী নিজের দেহকে অগ্নিতে সমর্পন করে কুলগুলিকে সুসিদ্ধ করতে হবে এরূপ সিদ্ধান্ত নিলেন। তিনি যখন অগ্নিকে বরণ করতে যাবেন সেই সময় ইন্দ্র নিজরূপ ধারন করে শ্রুবাবতীকে দর্শন দিলেন এবং বর দিলেন তোমার নিষ্ঠায় আমি মুগ্ধ তোমার ভক্তি তপস্যায় সন্তুষ্ট। তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি এই দেহ ত্যাগ করে স্বর্গে আমার সাথে বসবাস করবে
শ্রুবাবতীর অমোঘ প্রেমের বাঁধনে স্বর্গের ইন্দ্রও সেই ডাকে সাড়াদিতে বাধ্য হলেন। অন্তরের অন্তঃস্থলে প্রেম-প্রীতির দানা যত্নে লালন পালন করে মাধুর্য মিশিয়ে ভালোবাসা দিলে সকলেই সেই পরম রসে প্লাবিত হবেই
-------------------------------------- 
💐গুরুস্বরূপ মুখোপাধ্যায় 💐কোতুলপুর, বাঁকুড়া💐


                                                                                                                                                        


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল