ইমানুর আলী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

ইমানুর আলী


জীর্ণ বইয়ের পাতাগুলো


শৈশবের জীর্ণ বইয়ের পাতাগুলো কত পরিস্কার !
একফোঁটা দাগও পড়েনি মনে হয়.....
কি নিষ্ঠুর নিয়মের রাজত্ব !
কারও কথা শোনে না
কেড়ে নিয়েছে মৌলিক অধিকার
দিশেহারা মন  শুধুই হীনমন্যতায় ভোগে
আর শৈশবের চরিত্রদের মধ্যে ঘুরতে চায়
কিছু উল্টানো পাতা.... মনে করিয়ে দেয় স্মৃতিগুলো
হৃদয়ের বিবর্ণ  যত ইচ্ছা
খুঁজতে থাকে অনবরত একটি পথ
দুর্ভেদ্য পাতালের একটি সুড়ঙ্গ
কিংবা দুর্গম পর্বত অতিক্রম করে যেতে চায়
শৈশবে যাওয়ার সেই পথে.....
হাজার স্বপ্নের মাঝে একটি স্বপ্ন
যা বাস্তব নয়, তবুও মন চায় একবার ঘুরে আসি
দেখে আসি কেমন আছে আমার শৈশবের জীর্ণ বইয়ের পাতাগুলো
======০০০=====














ইমানুর আলী, 
বানিয়াদহ, নান্দিনা, দিনহাটা, কোচবিহার

No comments:

Post a Comment