অভিজিৎ মান্না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

অভিজিৎ মান্না



ঝুলে আছে প্রত্যাশা

---------------------------------
এখনো কি তুচ্ছতার বুদ্বুদ ওরাও
ভাঙা হাটের চাঁদের মতো
প্রত্যাশা রথ টেনেছিলাম l
নিঃস্ব হয়েছিলাম কিছুটা
তারপর দিনগোনা l
হলুদ ঝাপট আর কাঁটা গুল্ম মেখে যাওয়া l
যন্ত্রণার ফাঁক গলে
ঝোলানো আছে আশাদ্বীপ I
রূপকথার মতো মেঘ ডিঙিয়ে
খাদের কিনারে এগিয়ে এসে
যদি বলে ওঠো
এখন থেকে পূর্ণ চাঁদ -
ভাগ করে দেখে যাব l
---------------------















অভিজিৎ মান্না, আরামবাগ, হুগলি


No comments:

Post a Comment