শঙ্কর নাথ প্রামাণিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

শঙ্কর নাথ প্রামাণিক

নব-আনন্দ

ডাস্টবিনে প্লাস্টিক আর লোহার টুকরো কুড়োতে গিয়ে বিমল চার জোড়া ছেঁড়া চটি দেখতে পায়।সবগুলোই ভালো চামড়ার।সামনেই পুজো।
ফুটপাতের দোকান থেকে সবার জন্য সস্তা জামাকাপড় কেনা হলেও কারোর জন্যে চটি কেনা হয়নি এবার।বুদ্ধি খেলে যায় বিমলের মগজে।সুনীল মুচি কে দিয়ে চটিগুলো সেলাই করিয়ে পালিশ দিয়ে এক্কেবারে নতুন করে নিলো সে। অবাক কান্ড! তাদের চারজনের পায়ে কি সুন্দর খাপ খেয়েছে চটিগুলো।
ছেলেমেয়ে দুটো নতুন চটি পেয়ে রাস্তায় নাচতে শুরু করে দিয়েছে আনন্দে।
বিমল বউএর কাছে সব খুলে বলে।
বউ-এর চোখে জল আসে।
বিমল জল মুছিয়ে কারণ জিজ্ঞেস করে।
বউ ভেজা গলায় বলে ,"বিয়ের পনেরো বছর পর আজ এই প্রথম পায়ে চটি দিয়ে আমরা ঠাকুর দেখতে যাবো"
এই বলে সে বিমলকে নাচতে থাকা বাচ্চা দুটোকে আঙ্গুল তুলে দেখায়।
---------×--------








শঙ্কর নাথ প্রামাণিক
(মালদা)

No comments:

Post a Comment