জয়শ্রী দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

জয়শ্রী দাস


স্বপ্নের ঠিকানা



ধরো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই স্বপ্নের ঠিকানায় ;

যেখানে কোনো হতাশা নেই, বিষন্নতা নেই, নেই কোনো বিদ্বেষ।

আছে শুধুই আনন্দ আর সাফল্যের তৃপ্তি।

যেখানে সকলের মুখ খুশিতে চকচক করে

ঠিক রোদ ঝলমলে আকাশের মতো।

যেখানে একের বিপদে অন্যেরা ঝাঁপিয়ে পড়ে

যেখানে ব্যবহারটাই আসল, বংশ পরিচয় নয়।

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের পরিচয় যেখানে মানুষ।

যেখানে নারীর প্রতি পুরুষের দৃষ্টিতে লোলুপতা প্রকাশ পায় না

সেই দৃষ্টিতে থাকে নারীর প্রতি সম্মান প্রদর্শন।

আর নারীদের দৃষ্টিতেও থাকে পুরুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা।

যেখানে নারী পুরুষ সমান অধিকার পাবে।

কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবারের কর্তার মতামতই শেষ কথা হবে না।

যেখানে একটা কন্যা সন্তানও পুত্র সন্তানের মতোই সমাদর পাবে।

যেখানে সবাই জীবন কাটাবে মুক্ত বিহঙ্গের মতো।

কেউ থাকবে না কারোর অধীনে।

নিজের মতো করেই জীবন কাটাবে সকলে।



জানিনা এমন স্বপ্নের ঠিকানার সন্ধান কখনো পাওয়া যাবে কিনা
==========০০০==========

No comments:

Post a Comment