সুনন্দ মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

সুনন্দ মন্ডল


আসব ফিরে তোমার কাছেই


               
যখন তোমার মুখের কথা সত্যি হবে
মনের কথা বুঝিয়ে দেবে আড়চোখে
ভালোবাসার বিচ্ছেদে মর্মর বেসুর ধ্বনি
বুকে পাঁজরে গেঁথে হাঁটব ভুবন পথে
বাদুড়ের ডানায় রাত্রির গন্ধ
উড়ে যাব সীমানা ছাড়িয়ে শব্দের পাহাড়ে
লিখব হাজার কবিতা তোমার নামে
শত জীর্ণ খাতার পাতায় কোলাজে
সামনের ষষ্টিতলায় বিকেলের গাজন
বকুলের গায়ে বসা হলুদ প্রজাপতিটা হয়ে
আসব ফিরে তোমার কাছেই
যতই ফিরিয়ে দাও অবহেলায় অপমানে
পেঁচার ডাকে নিঃঝুম পরিবেশ
বিষণ্ন চাঁদ খোঁজে তোমাকে অবলীলায়
তারাদের ভিড়ে নামে কালো জোছনা
মনের বাক্সে বন্দি একগুচ্ছ প্রলাপ
তবু ফিরে আসব তোমার কাছেই
নিস্তব্ধ দুপুরে চিলের ডানার শব্দ গুনে
প্রতিধ্বনিতে মাপব তীক্ষ্ণতা
সংকটের জাল ছিঁড়ে আসব রোদ গায়ে।
   --------------





 সুনন্দ মন্ডল
কাঠিয়া, মুরারই, 
বীরভূম

No comments:

Post a Comment