দীপঙ্কর বেরা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

দীপঙ্কর বেরা


মানুষের সম্মান


মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আমিও কি দাঁড়াই
হাত বাড়িয়ে হাজার লক্ষ, আমিও কি হাত বাড়াই
কান্নার পাশে সান্ত্বনা আছে আমিও কি সমব্যথী
দুঃখী জনের একমুঠোতে আমিও কি ছড়াই দ্যুতি?


এই আমিতে অনেক ফারাক একলা বাঁচার চেষ্টা
যা হচ্ছে তাতে আমার কি? মেটাই নিজের তেষ্টা
কিভাবে কতটুকু আমি চলেছি স্বার্থহীনতার পথ
মানবিকতার কতটুকু পাঠ আমাকে করেছে সৎ, 
উপদেশ আর বক্তৃতায় আমিও তো কম যাই না
পাশে দাঁড়ানো হাত বাড়ানো মনুষ্যগুণ দেখাই না


তবুও আমি মানুষ বটে, গাইছি মানুষের জয়গান
একদিন ঠিক আমিও শিখে নেব মানুষের সম্মান
*********************************










দীপঙ্কর বেরা

No comments:

Post a Comment