নব সংকল্প
বিবেকের তাড়নায় জাগে না হৃদয়
কেবলই হিংস্রতার বেড়াজালে
আটকে রাখা নিজেকে,
সবজান্তার মেকি মোড়কে
আত্মতৃপ্তি কুড়ানোর অদম্য মানসিকতা
কিন্তু এভাবে আর কতোদিন,
স্বপ্নের উড়ানে পাড়ি তো দিতে হবেই
নতুন আশার আলোয় উজ্জীবিত হয়ে
ছিনিয়ে আনতেই হবে অন্য ভোর,
উত্তরণের মন্ত্রে দীক্ষিত হয়ে
এগোতেই হবে
ভাবী মহাকালের হাত ধরে।
====০০০====
সৌমিত্র মজুমদার ৯২এ, পূর্বাচল,
রহড়া, কলকাতা-১১৮
No comments:
Post a Comment