কৌশিক দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

কৌশিক দাস

বেদনার বিষণ্ণ নূপুর



ইস্পাতের মতো কঠিন হাড়ের বাঁধন আলগা হয়ে পড়েছে......
বিষাক্ত হয়ে যাচ্ছে মেঘে ঢাকা কোমল হৃদয়ের তারা,
চারিদিকে কেবলি সারি সারি বেদনার্ত কান্নার মিছিল
নিবিড় স্নিগ্ধতা ঢেলেছে হাহাকার গভীর আঁধারে
আমাদের দুঃখের পৃথিবীতে
কী করে তোমাদের জ্বলে শুভ্রতার দীপ?
রক্তে রাঙা মন্দিরে পঞ্চ প্রদীপের সাথে বাজে শাঁখ কেন?
বঞ্চিত প্রাণের ব্যথা, বেদনার বিষণ্ণ নূপুর
সমাজের আধুনিক সভ্যতার অন্ধকারে হারিয়ে যায়,
শিশির ভেজা স্নিগ্ধ জোচছনাময় বনভূমিতে
হারিয়ে গেছে মুঠো মুঠো ভালোবাসা 
হয়তো মানবিকতার শুভবোধ
পুড়ে চাই হয়ে গেছে
অনাথ ভাগ্যহীনরা চলেছে নিভৃতে কেঁদে 
বিবর্ন আকাশের বেদনার জলে,
নিরন্ন বালুকাবেলায় গভীর রহস্যে আছে
অবর্ণনীয় পুনর্জন্মের প্রতিক্ষায়।
 --------------------------------------------------------








কৌশিক দাস, আমতা, হাওড়া

No comments:

Post a Comment