হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর দুটি কবিতা



পাঁচমাথায়

------------------


পাঁচমাথায়
রঙ বদলাবদলি হয়
যার রঙ সে দাঁড়ায়
অন্যরা উড়ে যায়

আমি পাঁচমাথায়
চোখ দেখি, রঙ দেখি
আর শিখে নিই উড়িয়ে দিলেও
কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় ।



দাঁড়িয়ে থাকো

-------------------------


দাঁড়িয়ে থাকো
মাথা উঁচু করে

সোজা হয়ে দাঁড়িয়ে থাকো

চারপাশ থেকে
হাজার ঝড় আসবে
তবু তুমি দাঁড়িয়ে থাকবে
তোমাকে উল্টে দিলেও
তুমি দাঁড়িয়ে থাকবে

পৃথিবীতে একজনও জানবে
তুমি দাঁড়িয়ে থাকতে চেয়েছিলে ।


++++++++++++++++++



হরিৎ বন্দ্যোপাধ্যায়
ময়নাডাঙা ( আশ্রয় আপার্টমেন্ট )
পোঃ --- চুঁচুড়া. আর. এস.
জেলা ---- হুগলী

No comments:

Post a Comment