দিব্যেন্দু গনাই - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

দিব্যেন্দু গনাই

||চৈত্র প্রেম||



‘চিত্রা’ তুমি চৈত্রের আভা মেখেছো গায়ে—
স্নিগ্ধ দুপুর তোমার কারাগারে আবদ্ধ
কল–কাকলির গুঞ্জন গুঞ্জরিত তোমার সৌরভে—
আম্রকানন প্রস্ফুটিত মুকুলের আশায়।

‘চিত্রা’ তোমার কোলে মাথা রেখে
আমি স্বপ্নপুরীর দেশে ভাসতে চাই—
প্রেম–যমুনা সাঁতরে তোমায়
প্রেমের বাঁধনে বাঁধতে চাই।

‘চিত্রা’— আমি যে নিরুপায়—
নববর্ষের হাতে বৈশাখী আগমন;
প্রকৃতি আজ মেতে উঠেছে—
নবরূপে–নবসাজে–আনন্দ ও উল্লাসে।

ভালো থেকো তুমি ‘চিত্রা’– এসো হে নবীন;
সুখ–বৃষ্টি বর্ষিত হোক এ শহর বুকে—
‘চিত্রা’ তুমি আসবে ফিরে বছরান্তরে....
শুভেচ্ছা জানাই "নব" দিক–দিগান্তরে।
===========================







দিব্যেন্দু গনাই
SOUTH DUM DUM, SBI e–corner
Kolkata– 700074

No comments:

Post a Comment