সুদীপ্ত মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, April 14, 2018

সুদীপ্ত মণ্ডল

লাস হব জেনেও

 
লাস হব জেনেও
কিছু কিছু জীবন আজো
আলো রেখে যায়
আর কিছু লাস
বিস্মৃতির আড়ালে
হারিয়ে যায়
সব জীবন আপোষে
বাঁচে না
আগুন জ্বালে আজীবন
মুক্তির মন্দির পথে
তবু তারা লক্ষ্য ছাড়েনা
একদিন এ পৃথিবীর
ক্রমমুক্তি হবেই
আমি কি বলেছি
আমি কি বলেছি
তোমাকে ফিরে যেতে,
তুমিই তো মোহনার
কাছে এসে ফিরে চলে গেলে
সামুদ্রিক গন্ধ মুছে
নাগরিক ফোয়ারা
আর আলোয়ার নেশায়
মাতলে তুমি
সেই থেকে সমুদ্রে
রাগে ফুসছে
তোমাকে খুজছে
উত্তাল ঢেউ
আছড়ে পড়ছে
বালিয়ারি তীরে
লতায়পাতায়
লতাপাতার মতো বাড়তে
বাড়তে আমাকেই জড়িয়ে
ধরেছো তুমি,যাকে আমি
একদিন ছেটে ফেলতে চেয়েছি
ভেবেছি বাগানের আগাছা
সেই এখন মেলেছে সবুজ পাতা
এখন আমি তাকে উপেক্ষা
করি কি করে
সে যে লতায় পাতায় ভালোবেসে
জড়িয়ে ধরেছে
একি মায়া, নাকি প্রেম
এখন আমি লতায়পাতায়
স্পর্ষ জীবন নিয়ে বেশ আছি।
========================














SUDIPTA MONDAL
27,shakespear sarani
kolkata -700017

No comments:

Post a Comment